স্টাফ রিপোর্টার: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় থানাধীন পাটুরিয়া লিং রোডের কাশাদহ নামক স্থানে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে পুলিশ সুপারসহ পাঁচজন আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় মাগুরা জেলার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ্ , গাড়িচালক মোজাম্মেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার দেহরক্ষী জসিম উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায়, রোববার বেলা দুটোর দিকে মাগুরা পুলিশ সুপার ঢাকায় জরুরি মিটিং শেষে সরকারি গাড়িতে করে কর্মস্থলে ফিরছিলেন। এ সময় বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সাথে পুলিশ সুপারকে বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তা থেকে ছিটকে গাড়িটি গভীর খাদের পানিতে পড়ে গেলে তারা আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।