স্টাফ রিপোর্টার: ঢাকায় এসে পৌঁছেছেন সাবেক মিস ইউনিভার্স, বলিউডের মডেল ও অভিনেত্রী সুস্মিতা সেন। দুপুর সাড়ে বারোটায় জেট এয়ারওয়েজের একটি বিমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। ইউনিলিভারের আয়োজনে তাঁর এই ঢাকা সফর। ইউনিলিভারের ‘ট্রেসেমে’ নামের একটি শ্যাম্পুর বাজারজাতকরণ উপলক্ষে আয়োজন করা হয়েছে এক ফ্যাশন শো’র। আর ট্রেসেমে ফ্যাশন শোতে অংশ নিতেই বাংলাদেশে এসেছেন সাবেক এ বিশ্বসুন্দরী। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে দেখা যাবে তাকে। ১৯৯৬ সালে নির্মিত ‘দস্তক’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন সুস্মিতা সেন। তবে এর বছর দু-এক আগে তার নামের সাথে যুক্ত হয় মিস ইউনিভার্সের তকমা। ‘দস্তক’ ছবির পর তিনি ৩০ টির বেশি ছবিতে অভিনয় করেছেন।