সীমান্তে নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিচ্ছে জার্মানি

 

মাথাভাঙ্গা মনিটর: যুদ্ধ বিধ্বস্ত উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে শরণার্থীদের অব্যাহত স্রোত সামাল দিতে সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে জার্মানি। তবে সীমান্তে কোন ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেয়া হবে সে ব্যাপারে পরিষ্কার করে কিছু জানা যায়নি। ইউরোপে পৌঁছানো শরণার্থীদের বেশিরভাগই জার্মানিতে আশ্রয় পেতে ইচ্ছুক। শুধু শনিবারই ১৩ হাজারের বেশি শরণার্থী জার্মানির মিউনিখে গিয়ে পৌঁছেছে। এমন প্রেক্ষাপটে দেশটির ভাইস-চ্যান্সেলর বলেছেন, জার্মানি শরণার্থীদের আশ্রয় দিতে পারার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। জার্মানি ও অস্ট্রিয়ার দুটি সংবাদপত্রের প্রকাশিত খবর অনুযায়ী অস্ট্রিয়ার সাথে জার্মানির বাভারিয়া রাজ্যের সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করার কথা ভাবা হচ্ছে। শুধু এবছরই প্রায় আট লাখ শরণার্থী দেশটিতে যাবে বলে ধারণা করছে দেশটির সরকার।