শিশু অধিদফতরের দাবিতে চুয়াডাঙ্গায় মৌন মিছিল ও স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিশু একাডেমীকে শিশু বিয়ষক অধিদফতরে রূপান্তরের দাবিতে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় একটি মৌন মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেয় জেলা এনসিটিএফ’র সভাপতি জান্নাতুল নাঈমা, সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম অন্তু। এনসিটিএফ’র তরফে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর লেখা একই দাবি সংবলিত একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মো. আবু সাঈদের নিকট পেশ করা হয়। স্মারকলিপিতে এনসিটিএফ’র সদস্যসহ ৭শর অধিক শিশুর স্বাক্ষর রয়েছে। এ সময় উপস্থিত ছিলো মো. রাসেল আহেমেদ, মোছা. সালমা ইসলাম নীর, মো. মোস্তাক আহমদ, মো. ফারহান লায়েস, মো. শাকিবুর রহমান, মো. ইমরান আহমেদ, মো. সাব্বির আহমেদ প্রমুখ।