মেডিকেল ভর্তি কোচিং বন্ধ রাখার নির্দেশ মন্ত্রণালয়ের
স্টাফ রিপোর্টার: এমবিবিএস/বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে পর্যন্ত দেশের সব মেডিকেল ভর্তি কোচিং বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। গতকাল রোববার থেকে এ আদেশ কার্যকর হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর সারা দেশে একযোগে ২৯টি সরকারি ও ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির নিশ্চয়তা দিয়ে কোনো কোনো কোচিং সেন্টার অভিভাবক ও পরীক্ষার্থীদের বিভ্রান্ত করছে। এছাড়া অনলাইনে মূল প্রশ্নপত্রের সাথে ১০০ ভাগ মিলে যাবে এমন প্রশ্ন সরবরাহের নিশ্চয়তাও দিচ্ছে। তাই অভিভাবক ও শিক্ষার্থীরা যেন প্রতারণার শিকার না হন সে জন্য কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।