মুন্সিগঞ্জে কবরস্থানের জঙ্গল পরিষ্কার করে দৃষ্টি কেড়েছে যুবকরা

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা মুন্সিগঞ্জের জান্নাতুল কবরস্থানের জঙ্গল পরিষ্কার করেছে একদল যুবক। স্থানীয়রা বলেছেন, গতকাল রোববার ভোর ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত মুন্সিগঞ্জ জেহালা গ্রামের একদল যুবক মুন্সিগঞ্জ ফুঠবল মাঠের পশ্চিম পাশের জান্নাতুল কবরস্থানের জঙ্গল পরিষ্কার করে। কবরস্থান পরিষ্কার করায় তাদের অভিনন্দন জানিয়েছেন কবরস্থান কমিটির সভাপতি প্রফেসর হুমায়ন কবির, সেক্রেটারি রাশেদুজ্জামান তুসার, আলমডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিরুল ইসলাম সেলিম, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন প্রমুখ।