মহেশপুরে নারী নির্যাতন মামলার বাদী ও সাক্ষীকে হত্যার হুমকির অভিযোগ

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে নারী নির্যাতন মামলার বাদী হালিমা খাতুন ও তার মামলার সাক্ষীকে গত শনিবার সন্ধ্যায় হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

গতকাল রোববার সকালে নির্যাতিত মহিলা হালিমা খাতুন মহেশপুর থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, মহেশপুর থানার নারী নির্যাতন মামলার আসামি কুরিপোল গ্রামের সলেমান ব্যাপারীর ছেলে শফিক মামলার সাক্ষী হালিমা ও তার স্বামী আব্দুল মজিদকে হত্যার হুমকি দিয়েছে। শফিক বলেছে, মামলা তুলে না নিলে হালিমা ও মজিদকে হত্যা করা হবে।