মহেশপুরে আইনশৃঙ্খলাসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রোববার বিকালে ঝিনাইদহের মহেশপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নমূলক কার্যক্রম ও উপজেলার সার্বিক বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সন্মেলন কক্ষে নবাগত নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমানের সভাপতিত্বে প্রধান অথিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাষক মাহাবুব আলম তালুকদার। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই, মহেশপুর পৌর মেয়র অ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু, উপজেলা ভূমি কর্মকর্তা হাফিজ আল আসাদ, মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক গাজী, ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, আবুল কাশেম সরদার, ইসমাইল হোসেন, জুলফিকার আলী, আল ইমরান, সাদিকুল ইসলাম, ফকির আহম্মদ, শাহাজান আলী, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। এর আগে জেলা প্রশাসক মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় ও ১০ নং নাটিমা ইউনিয়ন পরিষদের একটি উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।