বিশ্ব একাদশকে পাকিস্তান পাঠাতে চায় আইসিসি

 

মাথাভাঙ্গা মনিটর: নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দ্বারস্থ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি প্রস্তাব করেছে বিশ্বসেরা খেলোয়ারদের সমন্বয়ে গঠিত বিশ্ব একাদশকে পাকিস্তানের মাটিতে খেলানোর জন্য। যে দলে ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা খেলোয়াররা থাকবে। এ ব্যাপারে আইসিসির সহযোগিতা চেয়েছে তারা।

আইসিসি অবশ্য ইতিবাচক মনোভাবই দেখিয়েছে। কিন্তু গোল পাকিয়েছে অন্য জায়গায়। একটি বিশ্ব একাদশ গঠন করে পাকিস্তান পাঠাতে যে খরচের প্রস্তাব দেয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে, তাতেই হয়েছে যতো সমস্যা। সম্প্রতি পিসিবি সভাপতি শাহরিয়ার খান আইসিসির পাকিস্তান বিষয়ক কর্মকর্তা জাইলস ক্লার্ককে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান। তিনি শাহরিয়ার খানকে দল পাঠাতে একটি খরচের হিসাব পাঠান। যা পিসিবির প্রাক্কলিত খরচের চেয়েও দশগুণ বেশি বলে জানা গেছে। ক্লার্ক পিসিবির কাছে যাদের নিয়ে বিশ্ব একাদশ গঠনের প্রস্তাব দিয়েছেন, তাদের মধ্যে আছেন ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো আর এউইন  মরগানের মতো তারকা খেলোয়াররা। কিন্তু এদের নিয়ে পাকিস্তানে খেলতে গেলে যে পরিমাণ অর্থ ব্যয় হবে, তা নাকি পিসিবির সামর্থ্যেরও বাইরে। তাই তারা চেষ্টা করছেন কিভাবে খরচ কমানোর জন্য। ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট নেই পাকিস্তানে।