গত ১২ সেপ্টেম্বর দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত ‘চুয়াডাঙ্গার বদরগঞ্জে ডিশলাইন ব্যবসাকে কেন্দ্র করে দু দল যুবকের সংঘর্ষ হামলা পাল্টা হামলা, আহত চার, বাড়ি-ঘর ভাঙচুর’ শীর্ষক সংবাদের জেলা বিএনপি ও ছাত্রদলের প্রেসবিজ্ঞপ্তিতে দাবি বাবু ছাত্রদল কর্মী। বদরগঞ্জ যুবলীগ কর্মী রিন্টু ও বাবুর ভাই সিরাজুল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাবু ছাত্রদল কর্মী নয় সে বদরগঞ্জ বাজারের যুবলীগ কর্মী। তারা আরও জানান, হামলাকারী দশমী গ্রামের ছাত্রলীগ কর্মী ভাটার ছেলে উৎপল কুমার, হোসেন আলীর ছেলে জামির হোসেন, জবেদ আলীর ছেলে রনি ও করিমের ছেলে বাবুলসহ বেশ কিছু যুবক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যুবলীগকর্মী বাবুকে কুপিয়ে জখম করে। এ সময় যুবলীগ কর্মী বাবুর প্রতিবেশী ছাত্রদলকর্মী সাইফুল ও হাসান পাশ দিয়ে যাচ্ছিলেন তাদেরকেও কুপিয়ে জখম করে।