মাথাভাঙ্গা মনিটর: বলিউডের অভিনেত্রী রাণী মুখার্জি মা হচ্ছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে রাণী মুখার্জি বা তার স্বামী আদিত্য চোপড়া কেউই তা স্বীকার করেননি। বরং মিডিয়ার সামনে থেকে অনেকটাই যেন আড়ালে চলে গিয়েছিলেন রাণী। কিন্তু সে আড়াল আর থাকলো কই? মাইক্রোব্লগিং সাইট টুইটারে দ্রুত ছড়িয়ে পড়েছে সন্তানসম্ভবা রাণীর একাধিক ছবি। এর মধ্যে একটি ছবি টুইটারে সবচেয়ে বেশি ছড়িয়েছে। এ ছবিতে ওত পেতে থাকা ফটোসাংবাদিকদের হাত থেকে বাঁচতে যথেষ্ট সচেতন দেখা যাচ্ছে তাদের। ছবিটিতে সতর্কভাবে গাড়িতে উঠতে দেখা যাচ্ছে রাণীকে। পাশে আছেন আদিত্য চোপড়াসহ পরিবারের আরও কয়েকজন সদস্য। ছবিতে রাণী ম্যাক্সি পরে আছেন এবং তিনি যে সন্তানসম্ভবা তা বোঝা যাচ্ছে। এর আগে, রাণী যে সন্তানসম্ভবা এ তথ্য জানিয়েছিলেন রাণীর ভাইয়ের স্ত্রী জয়তী মুখার্জি। ভারতের একটি সংবাদমাধ্যমকে জয়তী বলেন, ‘হ্যা, রাণী সন্তানসম্ভবা’।