দামুড়হুদার ফুলবাড়ী গ্রামে আপত্তিকর অবস্থায় কপোত–কপোতী আটক
দর্শনা অফিস/কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার ফুলবাড়ী গ্রামে গভীর রাতে কপোত-কপোতীকে আটক করে বেরসিক জনতা। রাতভর দেন দরবারে কোনো প্রকার মীমাংসা না হওয়ায় থানায় ধর্ষণের অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের ফারুকের ছেলে সাগর (১৬) ও কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের এক মাদরাসা ছাত্রীকে আপত্তিকর অবস্থায় বেরসিক জনতা আটক করে গত শুক্রবার রাতে। তবে সাগর বলেছে, আমাদের রয়েছে দীর্ঘদিনের প্রেমসম্পর্ক। প্রেমের টানেই প্রেমিকার ডাকে সাড়া দিতে তাদের বাড়িতে এসেছিলাম। ওই রাতেই ঘটনাটি আপস-মীমাংসার জন্য রাতভর দেনদরবার করে কোনো ফল হয়নি। পরের দিন মাদরাসাছাত্রীর বাবা দামুড়হুদা মডেল থানায় সাগর ও রাজু আহম্মেদের ছেলে কাউসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে মামলা দায়ের করেন। গত শনিবার দামুড়হুদা থানা পুলিশ অভিযান চালিয়ে সাগর ও কাউসারকে গ্রেফতার করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মাদরাসাছাত্রীর ডাক্তারি পরীক্ষা হয়েছে কি না তা জানা যায়নি। গ্রেফতারকৃতদের পুলিশ আদালতে সোপর্দ করেছে ।