স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে বারী অ্যান্ড মহাসীন প্রাইভেট হাসপাতালে রোববার এলাকার ৪০ জন পল্লি চিকিৎসকদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. এমএ বারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পল্লি চিকিৎসক সমিতির সহসভাপতি সাবিনকো ল্যাবরেটরিজ বাংলাদেশের মহাপরিচালক ডা. ওয়াশিকুর বারী। বক্তব্য রাখেন- ঝিনাইদহ জেলা পল্লি ডাক্তার সমিতির সাধারণ সম্পাদক ডা. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (মনু), সাবিনকো ল্যাবরেটরিজের কর্মকর্তাবৃন্দ।