ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে শ্যালোইঞ্জিনচালিত আলমসাধু চাপায় জিহাদ নামের ৪ বছরের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের হরিগোবিন্দপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে গতকাল রোববার বিকেল ৩টার দিকে কালীগঞ্জ-মল্লিকপুর সড়কের অনুপমপুর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, রোববার বেলা আড়াইটার দিকে শিশু জিহাদকে নিয়ে তার মা পার্শ্ববর্তী চাপরাইল বাজারে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। এ সময় অনুপমপুর বটতলা নামকস্থানে পৌঁছুলে কালীগঞ্জগামী একটি আলমসাধু জিহাদকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মারা যায় শিশু জিহাদ।