জীবননগর সীমান্ত ইউপি সদস্য কামাল উদ্দিনের ইন্তেকাল

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সীমান্ত ইউপি সদস্য শাখারিয়া গ্রামের কামাল উদ্দিন (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজেউন)। লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে গতকাল রোববার দুপুর ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হচ্ছিলো।

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা, জীবননগর মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সেনাসদস্য মৃত জয়নাল অবেদীনের ছেলে কামাল উদ্দিন সীমান্ত ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সীমান্ত ইউনিয়ন বিএনপির নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত নির্বাচনে তিনি সীমান্ত ইউনিয়নে ৭ নং ওয়ার্ড শাখারিয়া থেকে সদস্য নির্বাচিত হয়। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে শাখারিয়া পিচমোড়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানসহ রাজনৈতিক দলের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের সহকর্মীসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন। তার অকাল মৃত্যুতে জীবননগর উপজেলা বিএনপি একাংশেরে সভাপতি পৌর মেয়র নোয়াব আলী গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।