কুষ্টিয়া প্রেস ক্লাবে ছাত্রদল ক্যাডারদের হামলা

 

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া প্রেস ক্লাবে ছাত্রদল ক্যাডাররা হামলা চালিয়েছে। হামলায় অফিস সহকারী কামাল পারভেজ গুরুতর আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদককে হত্যার হুমকি দেয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পূর্বশত্রুতার জের ধরে রোববার দুপুর একটার দিকে রনির নেতৃত্বে ছাত্রদলের ১০-১৫ জন ক্যাডার এসে প্রেসক্লাবের অফিস সহকারী পারভেজকে বেধড়ক মারধর শুরু করে। হামলাকারীরা পারভেজের কাছে থাকা ক্যামেরা, মোবাইল ও ঘড়ি ছিনিয়ে নেয়। প্রেসক্লাবে হামলার ঘটনায় কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ হামলার প্রতিবাদে কুষ্টিয়া প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ ব্যাপারে প্রেসক্লাবের অফিস সহকারী কামাল পারভেজ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি এজাহার দাখিল করেছেন।