কবিরাজের ঝাড়ফুঁকে প্রাণ গেলো ফাতেমার

রান্না করার খড়ি নিতে গিয়ে সর্প দংশনের শিকার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে রান্না করার জন্য গাদা থেকে খড়ি আনতে গিয়ে সাপে কামড় দেয় ফাতেমা খাতুনকে (৪৫)। নেয়া হয় কবিরাজের কাছে, শুরু হয় ঝাড়ফুঁক। কোনো লাভ না হওয়ায় অবশেষে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের শুকলাল মণ্ডলের স্ত্রী ফাতেমা খাতুন নিজ বাড়িতে বিকেলে তার পরিবারের জন্য রান্না করছিলেন। এক পর্যায়ে রান্নার খড়ি শেষ হয়ে যাওয়ায় তাকে যেতে হয় খড়ি আনতে। গাদায় খড়ি টানার সময় হঠাত একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তিনি চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে জনৈক কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে শুরু হয় ঝাড়ফুঁক। নানা কৌশল অবলম্বন করেও কোনো লাভ না হওয়ায় অবশেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিকসূত্রে জানা গেছে, বাদ এশা জানাজা শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। ফাতেমা খাতুন দু ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে।