আত্মবিশ্বাস নিয়েই ভারত সফরে বাংলাদেশ এ দল

 

স্টাফ রিপোর্টার: আত্মবিশ্বাস নিয়েই প্রায় দু সপ্তাহের সফর সূচি নিয়ে আজ ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে মোমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। ভারত সফরে তিনটি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। তিনটি ওয়ানডে ও একটি তিন দিনের ম্যাচে মোমিনুলদের প্রতিপক্ষ ভারত ‘এ’ দল। বাকি তিন দিনের ম্যাচটিতে সফরকারীদের প্রতিপক্ষ ২০১৪-১৫ মৌসুমের রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন কর্ণাটক।
আসন্ন এ সফরে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রথমবারের মতো ‘এ’ দলের নেতৃত্ব দিতে যাওয়া মোমিনুল। নতুন নেতৃত্ব নিয়ে ভারতের মতো শক্তিশালী দলের মোকাবেলা করাটা কিছুটা চাপের হলেও বিষয়টিকে আমলে নিচ্ছেন না টাইগার দলের এ ধারবাহিক পারফর্মার।

গতকাল রোববার মিরপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই পর্যায়ের ক্রিকেটে চাপ অবশ্যই থাকবে। আর এ চাপ নেয়ার ক্ষমতা যদি না থাকে তাহলে ক্রিকেট না খেলাই ভালো। এটা কোনো গলির খেলা না। জাতীয় দলের খেলা এবং ‘এ’ দলের খেলা। সামান্য চাপ থাকবেই। আমাদের যে জয়ের অভ্যাস তৈরী হয়েছে তা ধরে রাখতে হবে। আর আমরা ধারাবাহিকতাটা হারাতেও চাই না। সফরকালে বিষয়টি সবসময় আমাদের মাথায় থাকবে।’ ভারত সব সময়ই শক্তিশালী ‘এ’ দল গড়ে থাকে। এবারের দলে রয়েছেন শিখর ধাওয়ান, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটার। তারপরও আত্মবিশ্বাস হারাচ্ছেন না মোমিনুল। কারণ, তার দলেরও অধিকাংশ খেলোয়াড় অভিজ্ঞ। ১৫ সদস্যের দলের ১০ জনেরই রয়েছে টেস্ট খেলার অভিজ্ঞতা। মোমিনুল বলেন, ‘আমি মনে করি এটা ভালো হবে। কারণ আমার দলের সবাই পরিপক্ক ক্রিকেটার। অধিকাংশ ক্রিকেটার জাতীয় দলের। টিম হিসেবেও খুব ভালো। সব মিলিয়ে ভালো খেলতে পারবো। কোচও চান, আমিও চাই, সবার চাওয়াই একটি। আমরা সবাই চাই সবগুলো ম্যাচ জিততে। এর আগে আমরা জাতীয় দল চারটি সিরিজ জিতেছি। এখনও আমাদের সেই প্রত্যাশা। আমরা ওখানেও সিরিজ জিতবো ও ভালো ক্রিকেট খেলবো।’