হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারের আলোচিত সুদ ব্যবসায়ী কল্পনা জুয়েলার্সের মালিক রাম গতকাল শনিবার ভোরে সপরিবারে ভারতে পাড়ি দিয়েছেন।
জানা গেছে, আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারের কল্পনা জুযেলার্সের মালিক রাম ও তার ভাই লক্ষণ উচ্চ সুদে টাকা লেনদেন ও জুয়েলারি ব্যবসা করতেন। প্রতি হাজারে সপ্তাহে ৫০ টাকা সুদে এলাকার অনেকেই ৫০ হাজার থেকে পাঁচ লাখের বেশি টাকা লগ্নি করেন। গতকাল রামের দেশ ত্যাগের খবর জানাজানি হলে এলাকার অনেকে রামের দোকানের সামনে এসে হা-হুতাশ করতে থাকেন। এছাড়া অনেক মহিলা তাদের গয়না বানাতে দেয়া সোনার জন্য কান্নাকাটি করতে থাকেন। গয়না তৈরির জন্য প্রায় ১শ ভরির মতো সোনা বিভিন্ন সময়ে মহিলাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন। গতকাল সকালে রামের বাড়ি গাংনীর আমতৈল গ্রামের মোমিন কিনে দখলে নিয়েছে। রাম পরিবারের সবকিছু বিক্রি করে ও সুদে নেয়া ২৫ লাখ টাকা এবং প্রায় ১শ ভরি সোনা নিয়ে ভারতে পালিয়ে গেছেন।