সীমান্ত শান্ত রাখতে সমঝোতায় ভারত ও পাকিস্তান

মাথাভাঙ্গা মনিটর: সীমান্ত শান্ত রাখতে ভারত ও পাকিস্তান সচেষ্ট থাকবে এ আশা প্রকাশ করে দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকদের তিন দিনের বৈঠক শেষ হয়েছে। ঠিক হয়েছে- আগামী বছরের প্রথমার্ধে দু বাহিনীর মহাপরিচালকেরা পাকিস্তানে ফের বসবেন। ভবিষ্যতে এই দু বাহিনীর মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলি কী রকম হবে, তিন দিনের বৈঠকে তা-ও ঠিক হয়েছে। আলোচনার রেকর্ডে দু মহাপরিচালক শনিবার সই করেন। দু দেশের সীমান্তে সম্প্রতি যে উত্তেজনা চলছে, এই বৈঠকের পর মনে করা হচ্ছে তা কিছুটা হয়তো কমবে। বিএসএফ পক্ষে এক বিবৃতিতে গতকাল শনিবার বলা হয়, এ আলোচনা খুবই গঠনমূলক পরিবেশে হয়েছে। সীমান্ত শান্ত রাখতে সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টি দু দেশই উপলব্ধি করেছে। সীমান্ত এলাকায় পারস্পরিক উদ্বেগের যে বিষয়গুলি আলোচনার উঠে এসেছে সেগুলোর মধ্যে প্রধান হলো সংঘর্ষ, বিরতি লঙ্ঘন করে গুলি চালানো। এতে সীমান্তবর্তী এলাকার মানুষদের দুর্ভোগ যে চরমে ওঠে তা দু দেশই উপলব্ধি করেছে। এ ছাড়া মাদক চোরাচালান, অনুপ্রবেশ, জঙ্গি তৎপরতা ও প্রতিরক্ষার জন্য বিভিন্ন ধরনের স্থাপনার বিষয়গুলি নিয়েও কথা হয়।