স্টাফ রিপোর্টার: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে ১৯৩তম সিন্ডিকেট সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত অনুমোদনের বিষয়টি আলোচ্যসূচিভুক্ত ছিলো। সিন্ডিকেট সভায় একাডেমিক কাউন্সিলের ১৩৭তম সভার সুপারিশ অনুসারে আগামী ১৪ নভেম্বর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক নারায়ণ সাহাকে সভাপতি এবং পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক মুশতাক আহমদকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট ভর্তি পরীক্ষা কমিটি গঠন করেছিলো একাডেমিক কাউন্সিল। সেই কমিটি ভর্তি পরীক্ষার তারিখ ১৪ নভেম্বর নির্ধারণ করে। গতকাল সেই কমিটি এবং কমিটির নির্ধারিত তারিখের বিষয়টির চূড়ান্ত অনুমোদন দেয় সিন্ডিকেট।