স্টাফ রিপোর্টার: ইদানীং শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বাতাসে। অনেকে এমনও বলছেন- তারা নাকি বিয়ের কাজটিও এরই মধ্যে সেরে ফেলেছেন! যদিও এ নিয়ে শাকিব ও অপু বলে আসছেন, তারা দুজন শুধুই ভালো বন্ধু। এর বাইরে অন্য কিছু নাকি তারা ভাবতেও চান না। ঈদ উপলক্ষে সম্প্রতি মাছরাঙা টিভিতে কেমিস্ট্রি নামের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তারা। সে অনুষ্ঠানে শাকিব খানের বিয়েতে নাচবেন- এমন ইচ্ছের কথা জানিয়েছেন অপু বিশ্বাস। অনুষ্ঠান-সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, পর্দায় নয়, বাস্তবেই শাকিব খানের বিয়ে নিয়ে রাজ্যের পরিকল্পনা করে রেখেছেন তার পর্দা জুটি অপু বিশ্বাস। অপু বলেছেন, শাকিবের বিয়েতে আমি নাচবো। শুধু তাই নয়, ডালা-কুলা যারা নেবেন, তাদের নেতৃত্ব দেবো। অনেক মজা করবো।