মাথাভাঙ্গা মনিটর: মরসুমে প্রথমবারের মতো গোল পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আর এ গোল তাকে বসিয়েছে সময়ের আরেক সেরা ফুটবলার লিওনেল মেসির পাশে। স্পেনের শীর্ষ লিগ লা লিগায় মেসির সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডে ভাগ বসিয়েছেন রোনালদো। লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রথম দু ম্যাচে গোল পাননি রোনালদো। রিয়াল বেতিসের বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচেও প্রতিপক্ষে জাল খুঁজে পাননি পর্তুগালের এ তারকা।
গতকাল শনিবার ঠিকই স্বরূপে ফিরেছেন ফিফা বর্ষসেরা এ ফুটবলার। মাত্র ১৩ মিনিটের মধ্যে তিনবার এসপানিওলের জালে বল পাঠিয়ে মেসির রেকের্ড ভাগ বসান তিনি। গত মার্চেই ২৪তম হ্যাটট্রিক করে রোনালদোর রেকর্ড কেড়ে নিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। কাম্প নউয়ের সেই ম্যাচে মেসির হ্যাটট্রিকের সৌজন্যে রায়ো ভায়েকানোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিলো বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে মাঠে সপ্তম মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন রোনালদো। লুক মদ্রিচের দারুণ পাস থেকে চলতি মরসুমে প্রথবারের মতো প্রতিপক্ষের জালে বল পাঠানোর আনন্দে মাতেন বর্তমান সময়ের অন্যতম সেরা এ খেলোয়াড়। সপ্তদশ মিনিটে পেনাল্টি থেকে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন রোনালদো। এর তিন মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। লা লিগায় ২৪তম হ্যাটট্রিক পেতে বেলের দারুণ ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান এ ফরোয়ার্ড। এরপর করিম বেনজেমাও এসপানিওলের জালে বল পাঠালে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।