মাথাভাঙ্গা মনিটর: পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করেছেন মিশরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব। প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি পদত্যাগপত্র গ্রহণ করে এক সপ্তার মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য তেলমন্ত্রী শেরিফ ইসমাইলকে নির্দেশ দিয়েছেন। সেই সাথে নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত পুরাতন মন্ত্রিসভাকে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশও এসেছে। প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে শনিবার এ তথ্য জানানো হয়। তাৎক্ষণিকভাবে পদত্যাগের কারণ জানা যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে মিশরের একজন কর্মকর্তা বলেন, বেশ কয়েকজন মন্ত্রীর কার্যক্রম নিয়ে অসন্তুষ্ট ছিলেন সিসি। সপ্তাখানেক আগে দুর্নীতির অভিযোগে মিশরের কৃষিমন্ত্রীকে গ্রেফতার করা হয়। আগামী মাসে আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিশরে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইলকে নিয়োগ দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০১৩ সালে গণঅভ্যুত্থানের পর সিসি নেতৃত্বাধীন সেনাবাহিনী মিশরের ক্ষমতা থেকে মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসিকে উৎখাত করে। মুরসি দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। পরে মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন সিসি। ওই সময় তিনি দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি অর্থনৈতিক অগ্রগতির প্রতিশ্রুতি দেন।