মাতাল বিমানযাত্রীর কাণ্ড!

 

মাথাভাঙ্গা মনিটর: বিমানে সহযাত্রীদের গায়ে প্রস্রাব করার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক মাতাল যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। জেটব্লু এয়ারলাইনসের বিমানটি ওরেগনের পোর্টল্যান্ডে নামার পর তাকে গ্রেফতার করে পুলিশ। পোর্টল্যান্ড পুলিশ জানায়, ২৬ বছর বয়সী জেফ রুবিনকে কয়েক ঘণ্টা আটকে রেখে ছেড়ে দেয়া হয়। বিমানে থাকা ক্রু ও অন্য যাত্রীরা পুলিশকে বলেন, ওই ব্যক্তি তিন ঘণ্টার ফ্লাইটের বেশির ভাগ সময় ঘুমিয়ে ছিলেন। তবে অবতরণের কিছুক্ষণ আগে জেগে উঠে সামনের সিটে বসা যাত্রীর গায়ে প্রস্রাব করা শুরু করেন। পুলিশ জানায়, জেফ রুবিনের ভারসাম্য ছিলো না। সে প্রস্রাব করা শুরু করলে সামনের সিটে বসা যাত্রীর গায়ে লাগে। এছাড়া অন্য যাত্রীর মালপত্রের ওপরও প্রস্রাব এসে পড়ে।