দর্শনা অফিস: বাবা-মায়ের ওপর অভিমান করে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার অপচেষ্টা ব্যর্থ হয়েছে কলেজপড়–য়া ছেলে রাজনের। আগুনে পুড়ে ঝলসে গেছে সারা শরীর। উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়েছে ঢাকায়।
জানা গেছে, দর্শনা পৌর শহরের মোবারকপাড়ার আবুল কাশেমের ছেলে আবুল কালাম আজাদ ওরফে রাজন ঢাকার একটি কলেজে পড়ালেখা করে। ছুটিতে বাড়িতে এসে গত কয়েক দিন ধরে বাবা-মায়ের কাছে ১ লাখ টাকা দাবি করে আসছিলো। কেন কি কারণে এ টাকা দাবি করেছে তা পরিষ্কারভাবে জানা না গেলেও প্রতিবেশীরা বলেছে, এ টাকা চাওয়াকে কেন্দ্র করেই বাবা-মায়ের সাথে ঝগড়া হচ্ছিলো ক’দিন ধরে। গতপরশু শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজন নিজের ঘরের দরজা আটকে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দ্রুত রাজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে রাজনের অবস্থার অবনতি দেখা দিলে ওই রাতেই নেয়া হয় ঢাকার বার্ডেম হাসপাতালে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে সারা শরীর আগুনে ঝলছে গেছে।