স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলাম ও যুবলীগ নেতা রফিক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি ফিরিয়ে নেয়া হয়েছে। আহতরা বলেছেন, মোটরসাইকেলযোগে গতকাল বিকেলে চিৎলা থেকে দামুড়হুদার উদ্দেশে রওনা হলে চিৎলা কদমতলায় একটি ছাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে পড়ে। দুজনই আহত হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সনো সেন্টারে জেলা ছাত্রলীগ সভাপতি শরিফ হোসেন দুদুসহ অনেকেই তাকে দেখতে যান।