স্টাফ রিপোর্টার: অবশেষে চুয়াডাঙ্গা ভি.জে স্কুলের মডেল টেস্ট আপাতত হচ্ছে না। আগামী মাসের ১ তারিখ থেকে এ পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ছাত্রদের আবেদনের প্রেক্ষিতেই নাকি এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় মন্ত্রণালয়ের সিদ্ধান্ত উপেক্ষা করে মডেল টেস্ট নামে দ্বিতীয় সাময়িক পরীক্ষা নিতে চাইলে অভিভাবক মহলসহ ছাত্ররা ক্ষুব্ধ হয়। ছাত্ররা মডেল টেস্ট বাতিল চেয়ে গত ১০ সেপ্টেম্বর বিক্ষোভ করে এবং জেলা প্রশাসকের কাছে আবদেন করে। এরপরও আজ ১৩ সেপ্টেম্বর থেকে মডেল টেস্ট গ্রহণ করার কথা ছিলো। কিন্তু গতকাল শনিবার ঘোষণা দেয়া হয় ঈদের পর ১ অক্টোবর থেকে মডেল টেস্ট গ্রহণ করা হবে। এ ব্যাপারে প্রধান শিক্ষক নূর-ই-আলম মোর্শেদা বলেন, ছাত্রদের আবেদনের প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।