ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে বাসের চাকায় পিষ্ট হয়ে দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দেলোয়ার হোসেন উপজেলার সোনালিডাঙ্গা গ্রামের হোসেন মোল্লার ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুর ২টার দিকে। জনগণ বাসচালক চুয়াডাঙ্গার মিলনকে ধরে পুলিশে দিয়েছে।
বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি ফরিদউদ্দিন ভুইয়া জানান, জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার মেন বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী শাপলা পরিবহনের যাত্রীবাহী বাস দেলোয়ার হোসেন নামের এক পথচারীকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। জনতা এ সময় বাসচালক মিলন হোসেনসহ বাসটিকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত মিলন চুয়াডাঙ্গা কেদারগঞ্জ সিঅ্যান্ডবিপাড়ার আব্দুল বারীর ছেলে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালমর্গে পাঠিয়েছে।