জীবননগর ব্যুরো: জীবননগর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট কাজী গোলাম মোস্তফা হায়দার স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে সাহিত্য পরিষদে এ স্মরণসভা জীবননগর সাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. শাহিনুর হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল।
অ্যাড. কাজী গোলাম মোস্তফা হায়দারের জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন কাজী বদরুদ্দোজা, সহকারী অধ্যাপক মুন্সি আবু সাঈফ, আ. সালাম ঈশা, ইছাহক আলী, মুজিবুর রহমান, আব্দুল ওয়াহেদ বিশ্বাস, দিলরুবা খানম খুকুমণি, আতিয়ার রহমান, মাজেদুর রহমান লিটন, আব্দুল আজিজ, আব্দুল আওয়াল, জেসমিন রুমা, মিজানুর রহমান, অধ্যক্ষ রাজিয়া আক্তার রেখা ও শাহানাজ পারভীন। সাহিত্য পরিষদ সাধারণ সম্পাদক শামসুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভা শেষে প্রয়াত কাজী হায়দারের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়।