ওবাইদুর রহমান চৌধুরী জিপু আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু যুগ্মআহ্বায়ক

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চুয়াডাঙ্গায় দীর্ঘ এক যুগ পর নতুন আহ্বায়ক কমিটি গঠন

 

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১২ বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগের চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপুকে আহ্বায়ক ও আলমডাঙ্গার চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লুকে যুগ্মআহ্বায়ক করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্বাক্ষরিত ২১ সদস্যের আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে যথাক্রমে- মতিয়ার রহমান মতি, অ্যাড. আবু তালেব, অ্যাড. তছলিম উদ্দীন ফিরোজ, মো. আজিজুর রহমান বাবু, শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, আমজাদ হোসেন, আবুল হোসেন মিলন, গোলাম মোস্তফা লালা, আব্দুর রাজ্জাক, শেখ আসলাম আলী তোতা, জিয়া উদ্দীন বিশ্বাস, সোহেল রানা শাহীন, হযরত আলী (ফকিরপাড়া), হাফিজুর রহমান কালু, খায়রুল বাশার শিপলু, সাদেকুর রহমান পলাশ, তরিকুল ইসলাম টুকুল, রফিকুল ইসলাম রাকু ও আসাদুজ্জামান সবুজ।

সূত্র বলেছে, বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক চুয়াডাঙ্গা জেলা শাখার ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গতকালই গঠন করা হয়। বলা হয়, ১২ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে এ কমিটি সকল উপজেলা সম্মেলন সম্পন্ন করে জেলা শাখার সম্মেলন সম্পন্ন করবে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্য নিষ্ঠার সাথে স্ব স্ব দায়িত্ব পালন এবং সকলের সমবেত প্রচেষ্টায় চুয়াডাঙ্গা জেলা শাখা আরও সুদৃঢ় ও সুসংগঠিত শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন বলে আশা করি।

গতকাল বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত আহ্বায়ক কমিটি গ্রহণকালে নবগঠিত কমিটির আহ্বায়ক ও যুগ্মআহ্বায়কসহ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরসহ নেতৃবৃন্দের অনেকেই উপস্থিত ছিলেন।

এদিকে জানা গেছে, ১২ বছর আগে ২০০৩ সালের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আরেফিন আলম রঞ্জুকে আহ্বায়ক ও আসাদুজ্জামান কবীরকে যুগ্মআহ্বায়ক করে গঠিত কমিটির পর এবার চুয়াডাঙ্গা যুবলীগ পেলো নতুন আহ্বায়ক কমিটি। নতুন এ কমিটি কতোদিন পূর্ণাঙ্গ কমিটি গঠনে সক্ষম হয় তা অবশ্য দেখার বিষয়। এ মন্তব্য স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অনেকের।