আলমডাঙ্গার জেহালা গ্রামে মহিলাকে পিটিয়ে জখম

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের জেহালা মাঠপাড়ায় রাতের আঁধারে বৃদ্ধা মহিলাকে পিটিয়ে জখম করেছে প্রতিবেশীরা। পিটিয়ে জখম করে বাড়ির পাশের বাঁশঝাড়ের পাশে অচেতন অবস্থায় ফেলে যায়। তাকে উদ্বার করে মুন্সিগঞ্জের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার রাত ৮টার দিকে মুন্সিগঞ্জের জেহালা মাঠাপাড়ার মৃত ইসমাইলের স্ত্রী আঞ্জুকে (৪০) পিটিয়ে আহত করেছে একই পাড়ার আত্তাপের স্ত্রী বুলবুলি, ছেলে নয়ন এবং নয়নের স্ত্রী আমেনা। অভিযোগসূত্রে জানা যায়, দুপুরে প্রতিবেশীর বাঁশবাগান থেকে চুরি করে বুলবুলি একটি শুকনো বাঁশ কাটে। এ কথা বাঁশবাগান মালিককে বলে দিলে রাত ৮টার দিকে বুলবুলি, তার ছেলেসহ ছেলের বউ তাকে পিটিয়ে আহত করে অচেতন অবস্থায় বাঁশবাগানের মধ্যে ফেলে রাখে। রাত সাড়ে ৮টায় তাকে উদ্বার করে মুন্সিগঞ্জ প্রতিজ্ঞা নাসিং হোমে ভর্তি করা হয়। রাতেই মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে ফাঁড়ি পুলিশে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।