মাথাভাঙ্গা মনিটর: টানা দু ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া। কিন্তু আলোচনায় রয়েছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাট হাতে খেলেছেন ৮৫ রানের ঝড়ো ইনিংস। বল হাতে নিয়েছেন এক উইকেট। এসব নিয়ে অবশ্য কোনো আলোচনা নয়। আলোচনায় এসেছেন অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে। ৪৬তম ওভারের প্রথম বলে সপাটে ব্যাট চালিয়েছিলেন প্ল্যাঙ্কেট। বল উড়ে যাচ্ছিলো বাউন্ডারির ওপর দিয়ে। ব্যাটসম্যান নিশ্চিতও ছিলেন ছক্কা হয়ে যাবে। কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন ম্যাক্সওয়েল।
সীমানা দড়ির কাছে শূন্যে ঝাঁপিয়ে তালুবদ্ধ করলেন বলটি। ক্যাচটি ধরে সীমানার বাইরেও চলে যান। অবশ্য মাটিতে পা পড়ার আগেই বল শূণ্যে নিক্ষেপ করেন এবং বল মাটিতে পড়ার আগেই সীমানার মধ্যে ঢুকে তা তালুবন্দি করেন। এভাবে ক্যাচ ধরা যাবে কিনা তা নিয়ে অবশ্য বিতর্ক হচ্ছে। এ বিষয়ে টুইটারে তিনি বলেছেন, ক্যাচ না হওয়ার কোনো কারণ নেই। যদি কেউ ২০ মিটার দূর থেকে ক্যাচ ধরে বাউন্ডারির মধ্যে আসে তবে সেটি ক্যাচ হবে। যদি আইনের পরিবর্তন না করা হয়। তার মতে, ক্যাচ ধরার পরে বাউন্ডারির মধ্যে পা রাখতে পারলে ক্যাচ নিয়ে কোনো আইনগত সমস্যা হওয়ার কথা নয়।