স্টাফ রিপোর্টার: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগে এ বছর ৮৪০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে। টেলিটক অপারেটরের সাহায্যে আবেদন করতে হবে। ফারুক হোসেন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে মোবাইলফোন, ক্যালকুলেটর ও যোগাযোগ করা যায় এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাবলি www.pust.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।