৩০ সেকেন্ডেই ১০ হাজার টিকিট শেষ!

 

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় পোপ ফ্রান্সিসের পরিচালনায় এক প্রার্থনা সভার ১০ হাজার টিকিট মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ফুরিয়ে গেছে। এ মাসের শেষের দিকে এ প্রার্থনা সভা হওয়ার কথা রয়েছে। গত বুধবার ফিলাডেলফিয়ার যাজকরা এ খবরটি জানান। আগামী ২২ থেকে ২৭ সেপ্টেম্বর পোপের যুক্তরাষ্ট্র সফরের খবর শুনে যুক্তরাষ্ট্রে ক্যাথলিকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ফিলাডেলফিয়ার ইন্ডিপেনডেন্ট মলে অনুষ্ঠেয় পোপ ফ্রান্সিসের উন্মুক্ত ভাষণ শুনতে আগের দিনের ১০ হাজার টিকিট শেষ হতে দু মিনিট সময় লাগে। বিশ্ব পরিবার সম্মেলনের অংশ হিসেবে ফিলাডেলফিয়া মিউজিয়াম অফ আর্ট -এর বাইরে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন পার্কওয়েতে এ অনুষ্ঠানের একদিন পর এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। অনলাইনে বিনামূল্যে উভয় অনুষ্ঠানের টিকিট ছাড়া হয়। প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে সাক্ষাৎ করার জন্য পোপ আগামী ২২ সেপ্টেম্বর ওয়াশিংটন পৌঁছাবেন। কংগ্রেসের যৌথ অধিবেশনে তার ভাষণ দেয়ার কথা রয়েছে। পরে তিনি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।