মাথাভাঙ্গা মনিটর: ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে যাত্রীবাহী ট্রেনে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় ১২ জনকে দোষী সাব্যস্ত করেছেন ভারতের একটি আদালত। ২০০৬ সালে ১১ মিনিটের ব্যবধানে সাতটি ট্রেনে বোমা বিস্ফোরণ হয়। ওই হামলায় ২০৯ জন নিহত ও প্রায় সাতশ মানুষ আহত হয়েছিলেন। সমন্বিত ধারাবাহিক হামলা চালিয়ে মানুষ হত্যা এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও যুদ্ধের জন্য অভিযুক্ত করা হয়েছে এই ১২ জনকে। মুম্বাই দায়রা আদালত এ মামলায় একজনকে খালাস দিয়ে ১২ জনকে দোষী সাব্যস্ত করেন। দীর্ঘ নয় বছর ধরে এ মামলার বিচার কাজ চলার পর এ রায় দেয়া হলো। আগামী সোমবার তাদের দণ্ডাদেশ ঘোষণা করা হবে। এ বোমা হামলার ঘটনায় পুলিশ পাকিস্তানের ১৩ নাগরিকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সন্দেহজনক চার ভারতীয় নাগরিককে এখনো গ্রেফতার করা যায়নি। হামলায় ব্যবহৃত বোমাগুলো প্রেসার কুকারে ভরে ট্রেনে সংবাদপত্র ও ছাতার দিয়ে ঢেকে রাখা হয়েছিলো।