হারদীর চিহ্নিত মাদকব্যবসায়ী দম্পত্তি শত্রুতাবশত প্রতিবেশির দোকান আগুন লাগিয়ে দিয়েছে

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদী গ্রামের চিহ্নিত মাদকব্যবসায়ী দম্পতি সুইট-রেখা শত্রুতাবশত প্রতিবেশী মনির দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, হারদী গ্রামের মৃত সনে মোল্লার ছেলে সুইট ও তার স্ত্রী রেখা খাতুন এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী। ইতঃপূর্বে বিভিন্ন সময়ে মাদকদ্রব্যসহ এ দম্পতিকে পুলিশ ও ৱ্যাব গ্রেফতার করেছে। জেল খেটেছে একাধিকবার। মাদকব্যবসার কারণে এ দম্পতির সাথে প্রতিবেশীদের সম্পর্কের অবনতি ঘটে প্রায়। গত বৃহস্পতিবার রাতে তারা পূর্ব শত্রুতার কারণে পেট্রোলভর্তি বোতলে অগ্নিসংযোগ করে প্রতিবেশী মনির মুদি দোকানে নিক্ষেপ করে। এতে ভস্মীভূত হয়েছে দোকানের প্রায় ৪০ হাজার টাকার মালামাল। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত দোকানির ছেলে রেজাউল হক কালু বাদী হয়ে গতকাল আলমডাঙ্গা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।