যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার ১৪তম বার্ষিকী পালিত

 

মাথাভাঙ্গা মনিটর: ব্যাপক কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রজুড়ে স্থানীয় সময় শুক্রবার পালিত হলো নাইন-ইলেভেন হামলার ১৪তম বার্ষিকী। মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে ঘৃণ্য এ সন্ত্রাসী হামলায় ১১ জন বাংলাদেশিসহ ৯৬টি দেশের প্রায় তিন হাজার লোক প্রাণ হারিয়েছিলেন। এ ঘটনার পর পাল্টে যায় গোটা বিশ্বের প্রেক্ষাপট। ভয়াবহ এ হামলার জন্য জঙ্গি সংগঠন আল কায়েদাকে দায়ী করে আফগানিস্তান ও ইরাকে সেনা অভিযানসহ বিশ্বজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের রাজনীতির গতিপথই পাল্টে যায় এ ঘটনায়। এরই ধারাবাহিকতায় নতুন ত্রাস হিসেবে উত্থান ঘটেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের। ২০০১ থেকে ২০১৫। সময়ের ব্যবধান ১৪ বছর। আর এই ১৪ বছরে বিশ্বের সব ঘটনা প্রবাহকে পেছনে ফেলে ধ্বংস্তূপের মধ্য থেকেই মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্ববাণিজ্য কেন্দ্র-১। তিন হাজার প্রাণের বেদনার অনুস্মারক এ ভবনটি এখন নিউইয়র্কের সবচেয়ে সুউচ্চ অট্টালিকা। আর এটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়ার মাধ্যমে শুরু হয়েছে এর বাণিজ্যিক ব্যবহার। ধ্বংসস্তুপের মধ্য থেকে যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার-১, তেমনি ১৪ বছরের মাথায় টুইন টাউয়ারের হামলাকারী সংগঠন আল-কায়েদার পরিবর্তে সারাবিশ্বের শান্তিকামী মানুষের মাথাব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।