স্টাফ রিপোর্টার: যশোর পলিটেকনিক ইনস্টিটিউট স্টাফ কোয়ার্টারে ঢুকে গতকাল প্রকাশ্য দিবালোকে এক শিক্ষককে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরিকাহত বিপুল চন্দ্র অধিকারী (২৫) যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ম্যাকানিক্যাল বিভাগের ক্র্যাব ইন্সস্ট্রাক্টর।
বিপুল চন্দ্র অধিকারী জানিয়েছেন, সকাল ৯টার দিকে কলেজ অধ্যক্ষের বাসার পাশে তার স্টাফ কোয়ার্টারে দু সন্ত্রাসী এসে তাকে দরজা খুলতে বলে। দরজা খোলার সাথে সাথে সন্ত্রাসীরা তার রুমের ভেতর প্রবেশ করে ফাইলপত্র উল্টাতে থাকে। এ সময় বিপুল চন্দ্র অধিকারী প্রতিবাদ করেন। তখন ক্ষিপ্ত হয়ে ওই সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় বিপুল অধিকারীর সহকর্মী শিক্ষক মোবাশ্বের হোসেন ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে বিপুল চন্দ্রকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। বিপুল চন্দ্র কুড়িগ্রামের চিলমারী উপজেলার সরকারি গ্রামের সত্যেন্দ্রনাথের পুত্র। বিপুল চন্দ্র অধিকারী জানিয়েছেন, তার সাথে কারো শত্রুতা নেই। ২০১৪ সালের ৯ ডিসেম্বর তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে যোগদান করেন।