মেহেরপুর পৌর বাসটার্মিনাল উদ্বোধন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর বাসটার্মিনাল গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাসটার্মিনালের উদ্বোধন করেন। বক্তব্য রাখেন পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু।

মেহেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম রসুল, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, মেহেরপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কার্যকরী সভাপতি এনামুল হক। উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর প্যানেল মেয়র সৈয়দ মুঞ্জুরুল কবীর রিপন, পৌর কাউন্সিলর মোহাম্মদ বিন হাসেম, মনিরুল ইসলাম মনি, আব্দুর রকিব, ইমতিয়াজ আহমেদ, মনিরুল ইসলাম, রিয়াজউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহমেদ রুপক, বর্তমান সভাপতি বারিকুল ইসলাম লিজন, শ্রমিকনেতা ফারুক হোসেন, রেজাউল হক প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর বাস-মিনিবাস মালিক সমিতির সদস্য, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সদস্য, ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবুল হাসনাত দিপু।