মেহেরপুরে গাঁজা রাখা ও সেবনের অপরাধে একজনের জরিমানা

 

মেহেরপুর অফিস: গাঁজা রাখা ও সেবনের অপরাধে গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুরের ভ্রাম্যমাণ আদালত বাবু নামের এক মাদকসেবীকে দু হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন ওই রায় দেন।

মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার মৃত কাবিদুল হকের ছেলে বাবু (২২) গাঁজা রাখা ও সেবনের দায়ে মেহেরপুর ডিবি পুলিশের এসআই জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ গত বৃহস্পতিবার রাতে তাকে গাঁজাসহ আটক করেন। গতকাল তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদলত ওই রায় দেন।