স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি প্রয়াত অ্যাডভোকেট আব্দুল ওহাব মল্লিকের স্থানীয় কল্যাণ তহবিলের নয় লাখ টাকার তিনটি চেক পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল তিনটায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ চেক প্রদান করা হয়। মরহুমের ওয়ারিশ ছেলে আব্দুল ওয়াহেদ মল্লিক ও মেয়ে সাদিয়া আফরিনসহ পরিবারের পক্ষ থেকে চেকগুলো গ্রহণ করেন মরহুমের স্ত্রী নূর-ই-আলম মোর্শেদা।
চেক প্রদান অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনসুর উদ্দীন মোল্লা, সহসভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল ও আলমগীর হোসেন, যুগ্মসম্পাদক এসএম শরীফ উদ্দিন হাসু ও মানি খন্দকার, কার্য নির্বাহী সদস্য মাসুদ পারভেজ রাসেল, হুমায়ুন কবীর মামুন, তছলিম উদ্দিন ফিরোজ, মাসুদুর রহমান রানা, রুবিনা পারভীন ও লাইব্রেরিয়ান আকছেদ আলী এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বর্তমান মেয়াদে (২০১৫ সাল) সভাপতি হিসেবে নির্বাচিত হন আব্দুল ওহাব মল্লিক। মেয়াদ শেষের আগেই তিনি গত ১৭ আগস্ট মস্তিষ্ক রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন। আব্দুল ওহাব মল্লিক ১৯৮০ সালে আইনজীবী হিসেবে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে তালিকাভুক্ত হন এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি তিনবার সাধারণ সম্পাদক পদেও নির্বাচিত হন।