ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার সদাবরী গ্রামে তুচ্ছ ঘটনায় ৩ জনকে মেরে রক্তাক্ত জখম করা হয়েছে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের ইস্রাফিল হোসেনের ছেলে আব্দুল কাদেরের বিয়ে হয় পার্শ্ববর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের কালু মণ্ডলের মেয়ের সাথে। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হয়। গতকাল শুক্রবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় কালু মণ্ডলের ছেলে আব্দুর রহমান, আমির উল্লাহ ও ছমিরুলকে খবর দেয়া হয়। তারা মোটরসাইকেলযোগে এসে লাঠিসোঁটা নিয়ে হামলে পড়ে। তাদের হাতে আহত ইস্রাফিল হক, রহিমা বেগম, সাফায়েত উল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অন্যদের ছেড়ে দেয়া হলেও ইস্রাফিল হককে (৬৫) দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।