তিন দিনের ধর্মঘটের ডাক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

 

স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রীর দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করে টিউশন ফি থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এবার মহাসড়ক অবরোধ না করে আগামী শনিবার থেকে সোমবার সব বেসরকারি বিশ্ববিদ্যালযে ছাত্রধর্মঘটের ডাক দিয়েছে তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম নো ভ্যাট অন এডুকেশনের অন্যতম সমন্বয়ক জ্যোর্তিময় চক্রবর্তী শুক্রবার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধানমণ্ডি ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন। তাদের দাবি, শুধু শিক্ষার্থী নয়, শিক্ষা থেকেও ভ্যাট প্রত্যাহার করতে হবে।

বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে এই ধর্মঘট চলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পরে ধানমণ্ডি এলাকায় আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেন। প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ভ্যাট প্রত্যাহারের কোনো কারণ নেই। শিক্ষার্থীরা নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভ্যাট দেবে।