পুলিশ সুপার কাপ কাবাডি প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সম্পন্ন
ইসলাম রকিব/বখতিয়ার হোসেন বকুল: চুয়াডাঙ্গা পুলিশ সুপার কাপ কাবাডি প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় ৬ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও চুয়াডাঙ্গা পুলিশ লাইনস যৌথ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালের প্রথমার্ধে ৬-বর্ডারগার্ড বাংলাদেশ এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের খেলা শেষে উভয়দলের পয়েন্ট সমান হয়। ফলে ম্যাচ রেফারি ও পরিচালনা পরিষদ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও চুয়াডাঙ্গা পুলিশ লাইনস দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে। লিগ পর্বের খেলায় উভয়দলই ৩টি করে খেলায় জয়লাভ করে পূর্ণ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উন্নীত হয়। ফাইনাল খেলা শেষে যৌথ চ্যাম্পিয়ন দু দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুলিশ সুপার কাপ কাবাডি প্রতিযোগিতার আহ্বায়ক চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস।
প্রধান অতিথি চুয়াডাঙ্গা পুলিশ সুপারের এ আয়োজনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলার পরতে পরতে ছড়িয়ে থাকা হা-ডু-ডু থেকে জন্ম নেয়া কাবাডি প্রতিযোগিতা এখন আর গ্রামের খেলা বলে মনে হয় না। এক সময় বর্ষাকাল এলে প্রতি গ্রামে গ্রামে আয়োজন হতো ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার। এ উপমহাদেশে কাবাডি খেলার জন্ম হলেও সাফ গেমস ও অলিম্পিকে আজ কাবাডি খেলা শোভা পাচ্ছে। এ কারণে বাঙালি হিসেবে আমরা গর্ব করতেই পারি। তবে খেলার জন্মদাতা হলেও আন্তজার্তিক পরিমণ্ডলে এ খেলায় আমরা বর্তমানে পিছিয়ে আছি। এ ধরনের প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে প্রাণ ফিরিয়ে আনতে হবে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার। তৃণমূল পর্যায়ে বেশি বেশি প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে কাবাডি খেলায় আবারো আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ এসএম ইসরাফিল, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহঅধিনায়ক মেজর আনোয়ার জাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, পুলিশ সুপার পত্নী ফাহমিদা নাহার ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সুফি উল্লাহ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) বেলায়েত হোসেন, সদর থানার ওসি লিয়াকত হোসেন, আলমডাঙ্গা থানার ওসি মামুন-অর-রশীদ, জীবননগর থানার ওসি হুমায়ুন কবীর, দামুড়হুদা থানার ওসি (তদন্ত) ফকির আজিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) এএইচএম কামরুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, ওবাইদুল হক জোয়ার্দ্দার, শহীদুল কদর জোয়ার্দ্দারসহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সকল সদস্যবর্গ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে যৌথভাবে ফেযার প্লে ট্রফি লাভ করে দামুড়হুদা উপজেলা দল ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতার ফাইনালে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন পুলিশ লাইন দলের আ. রহিম।
উল্লেখ্য, ৮টি দল নিয়ে ৩ দিনব্যাপি চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত পুলিশ সুপার কাপ কাবাডি প্রতিযোগিতার ছিলো গতকাল সমাপনী দিন।