চুয়াডাঙ্গা হরিশপুর গ্রামে শিশু সন্তান স্বাধীন হত্যা মামলায় পিতা আশরাফুল গ্রেফতার

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের হরিশপুর গ্রামের শিশু স্বাধীন হত্যা মামলায় পিতা আশরাফুলকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুটি কারণে নিজ সন্তানকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। আজ আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, গত ৪ সেম্টেম্বর শুক্রবার রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর পূর্বপাড়ার আশরাফুল ও তার স্ত্রী ছনিয়া বেগমের বিছানা থেকে ১৮ দিনের শিশু সন্তান লাবিব ওরফে স্বাধীনকে তুলে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় স্বাধীনের মা ছনিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ৮ দিনের মাথায় গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে সন্তান হত্যার প্রধান আসামি হিসেবে বেগমপুর ক্যাম্প পুলিশের এসআই শফিকুল ইসলাম পিতা আশরাফুলকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল সন্তান হত্যাকাণ্ডের ব্যাপারে বিভ্রান্তিমূলক তথ্য দিতে থাকে। পুলিশ জানায় শিশু সন্তান স্বাধীনকে দুটি কারণে আশরাফুল হত্যা করে থাকতে পারে। কারণ আশরাফুলের প্রথম স্ত্রী কোটালী গ্রামের নশকরের মেয়ে ফিরোজা ২ লাখ টাকা দবি করেছে। তা না হলে তার বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়া হবে। তা না হলে দ্বিতীয় স্ত্রী ছনিয়াকে তালাক দিতে হবে। যেহেতু ছনিয়ার কোলজুড়ে এসেছে স্বাধীন। তালাক দেয়ার ক্ষেত্রে স্বাধীন একটি বাঁধা। অপর কারণ হচ্ছে ছনিয়াকে আশরাফুল বিয়ে করে ঘরে এনেছে এখনও এক বছর পূর্ণ হয়নি। এরই মাঝে স্বাধীনের জন্ম হয়েছে। বিষয়টি ভালোভাবে নেয়নি আশরাফুল। কারণ বিয়ের আগে থেকে ছনিয়ার সাথে আশরাফুলে এক বন্ধুর সম্পর্ক ছিলো। স্বাধীন জন্মের পর থেকে সে যে তার সন্তান এটা মানতেই পারছিলো না আশরাফুল।