কুষ্টিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে যৌতুকের দাবিতে স্বামী ও তার পরিবারের সদস্যরা ইতিমালা নামের এক গৃহধূকে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের ছিদবার আলীর মেয়ে এবং একই গ্রামের একরামুল হকের স্ত্রী। এ ঘটনায় গৃহবধূ ইতিমালার পিতা ছিদবার আলী বাদী হয়ে গতকাল শুক্রবার দুপুরে ৪ জনকে অভিযুক্ত করে মিরপুর থানায় মামলা দায়ের করেছেন।

ইতিমালার পিতা জানান, ৪ মাস আগে তাজমুন্নাহার ওরফে ইতিমালার সাথে (২২) আমিরুল জোয়ার্দ্দারের ছেলে একরামুল হকের (৩০) ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। এ সময় নগদ দেড় লাখ টাকা যৌতুক দেয়া হয়। বিয়ের পর থেকে যৌতুকলোভী একরামুল তার মেয়ের ওপর আবারও টাকার জন্য নির্যাতন করে আসছিলো। যৌতুকলোভী একরামুল হক দোকানের মালামাল ক্রয় ও ব্যবসা বর্ধিত করার জন্য আরো দু লাখ টাকা যৌতুক দাবি করে তার স্ত্রীকে দু দফা মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। গত বৃহস্পতিবার বিকেলে দাবিকৃত যৌতুকের দু লাখ টাকার জন্য স্বামী একরামুল হক ও তার ভাই এনামুল হক, পিতা আমিরুল জোয়ার্দ্দার, মাতা ইজারন নেছা সংঘবদ্ধ হয়ে ঘরের মধ্যে আটকে রেখে ইতিমালার ওপর অমাবনিক নির্যাতন ও পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় তার পিতা ছিদবার আলী তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Leave a comment