বড়গাংনী প্রতিনিধি: আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের কুঠিরপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু ভাইকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় দুর্লভপুর ফাঁড়ি পুলিশে অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের কুঠিরপাড়ার আব্দুল আজিজের ছেলে চা দোকানি জব্বার (২৫) ও তার ভাই রহিম (২০) দোকানে বসে ছিলো। তাদের সাথে কথা কাটাকাটি হয় একই গ্রামের নূরুর ছেলে জহুরুল (২০) ও মৃত রবিউলের ছেলে আনারুলের (৩৮)। এ সময় জব্বার ও রহিমকে পিটিয়ে গুরুতর আহত করে তারা। পরে তক্কেল, রাজ্জাক, জামাল ও বকুল আবারো তাদের মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেয়াসহ দোকান ভাঙচুর করে। গতকাল রাতেই দুর্লভপুর ফাঁড়ি পুলিশে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।