স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে দুর্বৃত্তরা এক অটোরিকশা চালকের হাত-পা ও চোখ-মুখ কাপড় দিয়ে বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে তাকে হত্যা করেছে। এই নৃশংস ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার আমাটি শিবপুর গ্রামে। নিহত অটোরিকশা চালক শামীম (২২) উক্ত গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। নিহতের স্বজনরা জানান, দু দিন আগে গ্রামের একটি ফিশারির পাড়ে বসে কয়েকজন মাদকসেবী মাদক সেবন করার সময় শামীম বাধা দেয়। এতে মাদকসেবীরা তার ওপর ক্ষিপ্ত হয়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শামীম শহর থেকে বাড়ি ফেরার সময় শফিক, আল আমিন, জনিসহ অজ্ঞাত আরো একজন শামীমকে ডেকে ফিশারির পাড়ে নিয়ে যায় এবং পূর্বপরিকল্পিতভাবে তার হাত-পা ও চোখ-মুখ কাপড় দিয়ে বেঁধে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে রাত সাড়ে বারোটার দিকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় ভৈরবের কাছাকাছি পৌঁছুলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।