মাথাভাঙ্গা মনিটর: হাইতির অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে গত বুধবার থেকে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বী হয়েছেন ৫৪ জন। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েছে দেশটির নির্বাচন কাউন্সিল। রেকর্ড-সংখ্যক প্রার্থীরা প্রেসিডেন্ট মিশেল মার্তেলির স্থলাভিষিক্ত হওয়ার জন্য ২৫ অক্টোবর মুখোমুখি হবেন। রাজধানী পোর্ট অব প্রিন্সে হাইতির প্রভিশনাল ইলেক্ট্রোরাল কাউন্সিলের (সিইপি) বিরুদ্ধে কয়েক শ মানুষের বিক্ষোভের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের নির্বাচনী মরসুম। এদিকে প্রথম দফা নির্বাচনে সহিংসতা ও কারচুপির অভিযোগ এনে ফের নির্বাচন দেয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়েছে সিইপি। সিইপি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম কি-না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।